Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM, Update: 24.03.2022 1:31:04 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় এক
ব্যক্তি নিহত ও ট্রাকের চাপায় অপর ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন; ফেনীর
সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত আয়েজ আহমেদের পুত্র জসিম উদ্দিন(৪০) ও
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের
পুত্র তানভীর হোসেন(২০)। মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার দুপুরে পৃথক এ দুটি
দুর্ঘটনা ঘটে। বিকেলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা
গেছে, বুধবার তানভির হোসেন মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ
সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। পাশ^বর্তী
এলাকার লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ এসে তার পকেটে
আইডি কার্ড পেয়ে পরিচয় শনাক্ত করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মহাসড়কের
ট্রেনিং সেন্টার নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের
ধাক্কায় ঘটনাস্থলেই জসিম উদ্দিন নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও
ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে’।