Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM, Update: 24.03.2022 1:31:41 AM
তানভীর দিপু:
কুমিল্লায়
হচ্ছে ভারত বনাম বাংলাদেশ; আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ! আইসিসি’র
আন্তর্জাতিক ম্যাচের মানের খেলার না হলেও ক্লাব পর্যায়ে সৌহার্দ্য ছড়িয়ে
দিতে কুমিল্লায় খেলতে এসেছে কলকাতা ক্রিকেট একাডেমি। তাদের বিপক্ষে খেলবে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী। ঐতিহাসিক
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি মাঠে সৌরভ গাঙ্গুলির শৈশবের ক্লাবটির সাথে
একটি টি-টুয়েন্টি ও ৩ টি ওয়ান ডে ম্যাচ খেলবে এবারের বিপিএল জয়ী ক্লাব
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্যালেন্ট হান্ট একাডেমির দলটি। জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এই ভিক্টোরিয়ান্স
সিরিজ-২০২২ এর আয়োজন। সিরিজে ২৪ মার্চ টি-টুয়েন্টি ম্যাচ এবং ২৫, ২৭ ২৮
মার্চ তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ২৪ মার্চের ম্যাচটি শুরু হবে
সকাল ১০ টায়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক কুমিল্লার কাগজের ফেসবুক
পেইজে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে গতকাল সন্ধ্যায়
কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইজে জমকালো অনুষ্ঠানের
মধ্য দিয়ে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। দুই দলের খেলোয়াড়দের
উপস্থিতিতে ট্রফি উন্মোচনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
চেয়ারম্যান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির
চেয়ারম্যান গোলাম সারোয়ার, কলকাতা ক্রিকেট একাডেমি, ভারত’র চেয়ারম্যান
আবদুল মাসুদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ রায়,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বার্ডের সহকারী পরিচালক ফারুক
আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু, দৈনিক
কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, ম্যাজিক প্যারাডাইজের চেয়ারম্যান
মাহবুব আলম, ম্যাজিক প্যারাডাইজের এডমিন নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা
করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আতিকুর রহমান।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে
বক্তারা বলেন, ইতিহাসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেমন সৌহাদ্যপূর্ণ
তেমনি কুমিল্লার সাথে কলকাতার সম্পর্কটিও এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন
ভাতৃত্ববোধের সূচনা করলো। দুই দেশের দু’টি দলের খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতা
বিনিময় করবে- এতে করে খেলোয়াড়দের মান বাড়বে।