বার্ডে অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
মানুষের জন্য ফাউন্ডেশন ও বার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত "অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা" বিষয়ক প্রশিক্ষণ কোর্স (১৩ম ও ১৪ম ব্যাচ) এর সমাপনী অনুষ্ঠান গতকাল বার্ডে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক শাহিনা আনাম। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রি মিত্র নিয়োগী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারী এবং বেসরকারী সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং যুগ্ম- পরিচালক (প্রশিক্ষণ) আফরীন খান। কোর্স দুটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে বার্ড পরিচালক ড. আবদুল করিম এবং যুগ্ম পরিচালক (সাধারণ প্রশাসন)বেনজির আহমেদ। মানুষের জন্য ফাউন্ডেশন ও বার্ডের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব এবং সরকারি সেবার সাথে প্রত্যক্ষভাবে জড়িত কর্মকর্তাগণের জন্য ১৬টি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং মনোভাবের পরিবর্তন করা।