ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার মনোহরগঞ্জে চলছে ৩ দিনব্যাপি “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা”
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লার মনোহরগঞ্জে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলা চলছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৩ দিনব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় উপজেলা পর্যায়ে ২৫টি সরকারি দপ্তর স্টল সাজিয়েছে। স্টলগুলো তাদের দপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেছে। স্টলগুলোর সাজসজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের।
সকালে সুবর্ণজয়ন্তী মেলা পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, সাব রেজিস্ট্রার নুরজাহান রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফেরদাউস আলম মজুমদার, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী, আলমগীর হোসেন বিএসসি, মোঃ কামাল হোসেন, আব্দুল মান্নান, আশিকুর রহমান হিরণ সহ আরো অনেকে।
আজ ২৫ মার্চ বিকেল পর্যন্ত এ মেলা চলবে। ষ্টলগুলো হলো- উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়, মনোহরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, সাব-রেজিষ্টার কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা  ও শিক্ষা অফিসারের কার্যালয়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংক এর কার্যালয়, প্রতিবন্ধী কর্মকর্তার কার্যালয়, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, ডিজিএম, পবিস-৪, জোনাল অফিস মনোহরগঞ্জ, দরিদ্র বিমোচন অফিস।