ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সমাজসেবক হাজী আবদুর রহমানের ইন্তেকাল
জানাজায় মানুষের ঢল
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:10:07 AM
সমাজসেবক হাজী আবদুর রহমানের ইন্তেকালনিজস্ব প্রতিবেদক:  কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও দানবীর হাজী আবদুর রহমানের জানাজা নামাজ গতকাল বৃহস্পতিবার বাদ আসর ধনুয়াখলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত।  বরেন্য ব্যক্তিত্ব হাজী আবদুর রহমানের  জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।
জনাজা নামাজে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ কুমিল্লার বিশিষ্টজনেরা অংশ নেন। মরহুমের জানাজা শেষে ধনুয়াখলায় বেগম করফুলেন্নেসা ফাউন্ডেশন সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম হাজী আবদুর রহমান ধনুয়াখলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি নূরুল ইসলাম, কালিরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সেকান্দর আলী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি আলী আকবর, সিভিক গ্রুপের পরিচালক শিল্পপতি আলী আশ্রাফ আশুর গর্বিত পিতা।
জানা যায়, গত  বুধবার (২৩ মার্চ)  রাত ৯ টায়  কালিরবাজার ইউনিয়নের সফল ব্যক্তিত্ব হাজী আবদুর রহমান (৯৫) চিকিৎসাধীন অবস্থায় নগরীর মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা, নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন। হাজী আবদুর রহমানের মৃত্যর খবর পেয়ে রাজনৈতিক, সামাজিক ও কুমিল্লার বিশিষ্ট জনেরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি ও অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস) এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা-৫ আসনের এমপি এড. হাসেম খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা,কুমিল্লা মহানগর আওয়ামী সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত সহ রাজনৈতিক-সামাজিক সংগঠন সহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও কুমিল্লার বিশিষ্ঠজনেরা।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর ধনুয়াখলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু,সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ পরিবারের সদস্যরা প্রমুখ।
জানাজা নামাজে অংশ নেন জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ মো. ওমর ফারুক, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, এান ও সমাজ কল্যান সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম,  আওয়ামী লীগ নেতা রোটারিয়ান জিএস জাকির হোসেন, , ধনুয়াখলা কলেজের অধ্যক্ষ শামীম হায়দার ,কালিরবাজাার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি, দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়াম্যান আলহাজ্ব মো.আমিনুল হক,পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান পিণ্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.ইউনুছ,দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মাহাবুব আলম পল্লব সহ মহানগর আওয়ামী লীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা অংশ নেন।