ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ
শিক্ষক-শিক্ষার্থীর হামলা-মামলায় ছাত্রদের সংবাদ সম্মেলন
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:10:27 AM
শিক্ষক-শিক্ষার্থীর হামলা-মামলায় ছাত্রদের সংবাদ সম্মেলন রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক হামলা-মামলা দ্বন্দ্বে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী জামিল আহমেদ।
লিখিত বক্তব্যে কাজী জামিল বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম  জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে আলোচনা সভা করার জন্য অধ্যক্ষ মো. মনিরুল ইসলামের নিকট অনুমতি চাইতে গেলে উত্তেজিত হয়ে ধমকি ও খারাপ আচরণ করেন। এক পর্যায়ে অধ্যক্ষ বলেন রেদোয়ান আহমেদ কলেজে ছাত্রলীগের কোনো নাম নেওয়া যাবে না। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বাহির হয়ে গেইটের সামনে চলে আসি। এসময় অফিস থেকে বের হয়ে কলেজের ফটকের সামনে আসলে পূর্বপরিকল্পিত ভাবে অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে মামলার অন্যান্য আসামীরা হামলা করে। এসময় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে অধ্যক্ষ অফিস থেকে ধারালো ছেনি এনে শিক্ষার্থী আজাদ কে কুপ দিলে তার মাথায় গুরুতর জখম হয়। ছাত্রদের বিরুদ্ধে অধ্যক্ষের দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অধ্যক্ষের নির্দেশে ছাত্রের উপর হামলা করা হয়। ওই ঘটনায় ১৬ মার্চ সকালে কলেজের সামনে সাধারণ ছাত্র ও ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন করে। এসময় অধ্যক্ষের নির্দেশে বহিরাবগত ক্যাডাররা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় এবং আমাদের উপর হামলা করে থানায় ফোন করে।
অধ্যক্ষের নির্দেশে ছাত্রের উপর হামলার তীব্র নিন্দা জানান সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। এসময় তারা দাবি করেন রাজনৈতিক ভাবে হেয় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩), পৌর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইমদাদুল ইসলাম জয়।