ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশের উন্নয়ন বহির্বিশ্বে প্রশংসা কুড়িয়েছে
কুমিল্লায় ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:11:00 AM
দেশের উন্নয়ন বহির্বিশ্বে প্রশংসা কুড়িয়েছেতানভীর দিপু: কুমিল্লায় ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আারো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ  ডা. মোস্তফা কামাল আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা তা গত কয়েক বছর ধরে যেভাবে দৃশ্যমান হচ্ছে তা দেশের মানুষ এবং বহির্বিশে^র কাছে প্রশংসা কুড়িয়েছে। অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে দেশের দৃশ্য এখন সারাবিশে^র কাছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিাত ধরে এই উন্নয়ন আরো ত্বরান্নিত হচ্ছে দিনের পর দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে জাতির স্বাধীনতা এসেছে, সে জাতি ও দেশকে এগিয়ে নিয়ে যেতে একনিষ্ঠভাবে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তবে এই মুহুর্তে নতুন প্রজন্মকে মেধা ও মননে আরো উন্নত করার প্রতি জোর দিতে হবে বলে জানান বক্তারা।   
আলোচনা সভা শেষে মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।