ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষসহ ৭ শিক্ষককে অভিযুক্ত করে পাল্টা মামলা
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া সহ আরো ৬ জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা দায়ের করেছে আজাদ হোসেন নামের এক ছাত্র।
কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া’র উপর হামলার ঘটনায় কলেজ অধ্যক্ষ গত ২১ মার্চ কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার একদিন পর মঙ্গলবার (২২ মার্চ) রেদোয়ান আহমেদ কলেজের শিক্ষার্থী মো. আজাদ হোসেন বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য চান্দিনা থানায় পাঠান আদালত।
মামলায় অভিযুক্তরা হলেন- রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, উপাধ্যক্ষ মো.আবু হানিফ ভুইয়া, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, মো. আলাউদ্দিন,  মো. আনোয়ার হোসেন ভূইয়া, প্রভাষক মো. রুহুল আমিন, পিয়ন এমরান হোসেন রাজন।
মামলার বাদী আজাদ হোসেন ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার দায়ের করা অভিযোগ পত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গত ১৫ মার্চ কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা অধ্যক্ষের কাছে অনুমতি চাইতে গেলে অধ্যক্ষ অফিস থেকে বের করে দেন। এসময় অফিস থেকে বের হয়ে কলেজের ফটকের সামনে আসলে পূর্বপরিকল্পিত ভাবে অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে ছাত্র আজাদের উপর মামলার অন্যান্য বিবাদীরা হামলা করে। পরে অধ্যক্ষ অফিস থেকে ছেনি এনে শিক্ষার্থী আজাদ কে কুপ দিলে তার মাথায় গুরুতর জখম হয়। পরে গুরুতর আহতবস্থায় শিক্ষার্থী আজাদ কে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে চান্দিনা থানার ওসি কে আগামী ২৪ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।
কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া জানান, আমার উপর হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে আমি মামলা করায় তারা ওই ছাত্রকে ব্যবহার করে আমার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে।