ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:11:08 AM
কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডমো. মিজানুর রহমান ।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাকতলা এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে গ্যাস লাইনের লিকেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সোয়া সাতটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় এক্সেল ডিজিটাল প্রিন্টিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। আগুনের প্রচন্ড তাপে প্রকৌশলী কল্যাণ ভবনের দুটি কক্ষের এক পাশের দেয়াল ধবসে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পোঁছানোর ফলে অল্পের জন্য আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পেয়েছে অগ্রণী ব্যাংক টমছমব্রীজ শাখা ও উক্ত ভবনের নীচতলায় অবস্থিত বেশকটি ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকান্ডের সময় কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শাকতলার নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার কমান্ডার আব্দুল হক জানান, সকাল সোয়া সাতটার দিকে প্রধান ফটকে গ্যাস লাইনে প্রথমে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। পরে হঠাৎকরে তারা সেখানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর একদল টেকনিশিয়ান ও রাইজারটিম গ্যাসের লাইনের লিকেজ বন্ধে মেরামত কাজ করছিল। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত গভীর রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বেক্যুদিয়ে কাটাখালি খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও খালে জমে থাকা পলিমাটি এবং ময়লা-আবর্জনা পরিস্কার করার সময় অসতর্কতাবশতঃ পানি উন্নয়ন বোর্ডের সরবরাহকৃত গ্যাস সার্ভিস লাইনে লিকেজ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডকে জানান। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর টেকনেশিয়ান মো. খোরশেদ আলমসহ একটি টিম ও একই সময় রাইজার টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে গ্যাস লাইনটি বন্ধ করে মেরামত করার সময় হঠাৎ বিকট শব্দের পর সেখানে আগুন লেগে যায়। এতে অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে কুমিল্লা ইপিজেড এর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পরে চৌয়ারা বাজার (কুমিল্লা সদর দক্ষিণ) এর ২টি ইউনিট ও সর্বশেষ বাগিচাগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে এক্সেল ডিজিটাল প্রিন্টিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, পরিচালক মো. কলিমুল্লাহ। এসময় নাবিলা পর্দা বিতান নামক আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস কুমিল্লার বাগিচাগাঁও ষ্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। খালে পানি থাকায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।