Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:11:29 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় নিম্নমানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি
প্রস্তুত ও মেশিনে ভাজা মুড়িকে হাতে ভাজা বলে বিক্রি করার অপরাধে দুই
প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ)
কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা
পর্যন্ত চলে অভিযান।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদফতরের কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম বলেন,
‘অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুডকে ২০
হাজার টাকা জরিমানা এবং পাঁচ বস্তা লবণ ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও মেশিনে
ভাজা মুড়ি হাতে ভাজা হিসেবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করায় মেসার্স
তানভীর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি বলেন, ‘আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’