ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসকের
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার লাকসাম পৌরসভা এলাকায় একটি শিশুর জন্মের পর পর ফ্রিতে তার জন্ম নিবন্ধন করে দেন লাকসাম পৌরসভা ডিজিটাল সেন্টার। বৃহস্পতিবার জন্মের এক ঘন্টার মধ্যে জন্ম নিবন্ধন কার্ড তৈরি হওয়ায় ওই শিশুর পরিবারের হাতে জন্ম নিবন্ধন কার্ডটি তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় তিনি জন্ম নিবন্ধন কার্ডের বিষয়ে অভিভাবকদেরকে উৎসাহ প্রদান করেন। একই দিন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীসহ আরো অনেকে।
পরে লাকসাম দৌলতগঞ্জ ভূমি অফিস, লাকসাম থানা ও উপজেলা প্রশাসনের যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।


একাদশে ভর্তি: পঞ্চম ধাপের ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার রাত ১২টায় কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে পঞ্চম ধাপের ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের সালের তথ্য দিয়ে ফল দেখতে পারবেন।
জানা গেছে, পঞ্চম ধাপের ফলে নির্বাচিত শিক্ষার্থীদের ২৭ ও ২৮ মার্চ (বিকেল ৫টার মধ্যে) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।