ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ; বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ; বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে উপজেলার বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে উন্নয়নশীলতা সম্পর্কিত ২৫ টি স্টল  প্রদর্শন করা হয়। এতে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, দেশ উন্নয়নের রোড ম্যাপ ও প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুর আজম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছলেম উদ্দিন খান।
আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী বিদ্যুতায়নের এ জি এম মীর আবু জামান, ইউডিএফ,ইউজিডিপি মোঃ ছফি উল্লাহ, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রী নীখিল চন্দ্র শীল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ মামুন, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্টল  প্রদর্শনে শ্রেষ্ঠ স্থান অর্জন করায় উপজেলা কৃষি অধিদপ্তর কে পুরস্কার বিতরণ করেন। এছাড়া উপজেলা সকল বিভাগ কে শান্তনা পুরস্কার স্ব স্ব বিভাগের প্রধানের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।