ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে হল প্রশাসন ও ছাত্রলীগের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ
কুবি প্রতিনিধি
Published : Sunday, 27 March, 2022 at 3:39 PM, Update: 27.03.2022 4:06:35 PM
কুবিতে হল প্রশাসন ও ছাত্রলীগের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগস্বাধীনতা দিবসেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ও শাখা ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। জাতীয় পতাকা বিধিমালা অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও ২৬ মার্চ রাত নয়টার পরও বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে পতাকা উড়তে দেখা যায়।
রাত নয়টায় হলের বাহিরে যখন পতাকা উড়ছিলো তখন হলের ভিতরে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয়েও পতাকা উড়তে দেখা যায়। এদিকে স্বাধীনতা দিবসের দিনেই পতাকার অবমাননায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানো যাবে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলে দেখা যায় তার বিপরীত চিত্র। জানা যায়, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা ওড়ানো হয় হলে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামিয়ে নেওয়ার কথা থাকলেও রাত নয়টায়ও পতাকা উড়তে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে জাতীয় পতাকা উড়ানো অন্যায় ও রাষ্ট্রদ্রোহীতার শামিল। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এমন ঘটনা আমাদের জন্য লজ্জ্বার।
আবাসিক হলটির প্রভোস্ট মো. সাদেকুজ্জামান বলেন, আমি বিষয়টি জানিনা। পতাকা আছে কিনা বিষয়টি দেখে জানাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনেও সন্ধ্যায় পতাকা উড়ার অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন বলেন, অভিযোগটি সত্য নয়, স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচী শেষ করতে করতে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। নামাজের পর এসেই পতাকা নামিয়ে ফেলি। এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আইনে স্পষ্টভাবে বলা আছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানো যাবে। এরপরও যদি যেহেতু রাতে পতাকা ওড়ানো হয়েছে হচ্ছে এটি অবশ্যই আইনের লঙ্ঘন। হলে পতাকা ওড়ানোর বিষয়টি আমি জানতে পেরেছি। আমি উপাচার্যের সাথে বসে বিষয়টি কি হয়েছে দেখব।