ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাঙালির গৌরবের দিন আজ
কুমিল্লায় স্বগর্বে স্বাধীনতা দিবস উদযাপন
তানভীর দিপু
Published : Saturday, 26 March, 2022 at 3:31 PM
কুমিল্লায় স্বগর্বে স্বাধীনতা দিবস উদযাপনবাঙালি জাতির সবচেয়ে গৌরব দীপ্ত দিন আজ। ২৬ মার্চ, ১৯৭১ সালের এই দিনে পরাধীনতাকে জয় করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়ে। মানচিত্র খচিত পতাকার নিচে বাঙালি এই দেশের নাম লিখে নেয়- বাংলাদেশ। এর আগের দিন ২৫ শে মার্চ রাতে যে গণহত্যার শিকার হয় বাঙালি জাতি সেই আত্মত্যাগ আর মুক্তিযোদ্ধাদের সাহসী প্রাণ বিসর্জনের দামেই এসেছে এই বাংলাদেশ। স্বাধীনতার ৫১ তম বর্ষে এসে পুরো বাঙালি জাতি বিনম্্র শ্রদ্ধা জানাচ্ছে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি। শ্রদ্ধা ও সম্মাননা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের।
সারাদেশের মত কুমিল্লায়ও যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তীকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসনসহ রাজনৈতিক দলগুলোর ছিলো সরব কর্মসূচি। স্মৃতিসৌধ, শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন-রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাধীনতার প্রথম প্রহরেই কুমিল্লা টাউন হলে কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তাঁরা। পরে এক মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ পরিদর্শণ করেন অতিথিরা।
স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানিয়েছেন জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আ  ক ম বাহা উদ্দিন বাহার এমপি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি ও সহ সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের নেতৃত্বে স্বাধীনতা র‌্যালি কুমিল্লার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধ জানান। এসময় জেলা আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার ও মহানগর আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা চেম্বার অব কমার্সেও সভাপতি মাসুদ পারভেজ খান ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নেতৃত্বে স্বাধীনতা দিবসে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ টাউন হলের কেন্দ্রিয় শহীদ মিনারে ও  মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়া মহানগর আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক নূও উর রহমান মাহমুদ তানিম এবং মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ পৃথক কর্মসূচি পালন করা হয়।
এছাড়া মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদীর নেতৃত্বে র‌্যালি শেষে টাউন হলের কেন্দ্রিয় শহীদ মিনারে ও  মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুমিল্লার বাদুরতলা এলাকা থেকে জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির নেতৃত্বে উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্রিকেট কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্যরা। এসময় বীর শহীদ  ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।