ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে বাকপ্রতিবন্ধি ছাত্রীকে ডেকে বই-খাতা ব্যাগ উপহার দিলেন ওসি
শাহীন আলম
Published : Thursday, 31 March, 2022 at 7:41 PM
দেবিদ্বারে বাকপ্রতিবন্ধি ছাত্রীকে ডেকে বই-খাতা ব্যাগ উপহার দিলেন ওসিদেবিদ্বার উপজেলার উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বাকপ্রতিবন্ধি সানজিদা আক্তারকে স্কুল ব্যাগ ও খাতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। বৃহস্পতিবার থানায় ডেকে এনে তাকে এসব উপহার সামগ্রী তুলে দেন।  
কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ সময় তিনি শিক্ষকদের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের সন্তান বাক প্রতিবন্ধী সানজিদা আক্তারের পরিবারের বিষয়ে জানতে পারেন। সানজিদার আরও এক বোনও প্রতিবন্ধি। অর্থ সংকটের কারণে তখনো তার বই খাতা ও কলেজ ব্যাগ কেনা সম্ভব হয়নি। তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগত অর্থায়নে এসব উপহার তুলে দেন।   
কলেজ ছাত্রীকে এসব উপহার সামগ্রী দেয়ার বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ সানজিদার বাবা অত্যন্ত দরিদ্র। বাকপ্রতিবন্ধিদেরও শিক্ষা গ্রহণের অধিকার আছে। সামাজিক দায়বব্ধতা থেকে এ অসহায় বাকপ্রতিবন্ধি কলেজ ছাত্রীকে থানায় ডেকে এনে অনুপ্রেরণা ও সামান্য সহায়তা করেছি। আশা করি শিক্ষা জীবনে সানজিদা সফল হবে।’ তিনি আরও বলেন, শীতকালে যখন রাস্তায় বের হতাম তখন নৈশ প্রহরীসহ রাস্তায় যখন অসহায় লোককে দেখেছি তাদের শীতবস্ত্র দিয়েছি। তিনি বলেন, আমাদের প্রত্যেক নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় লোকদের পাশে দাঁড়ানো উচিত। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, সানজিদার পরিবার অত্যন্ত দরিদ্র। কলেজ থেকে আমরা তাকে সহায়তার চেষ্টা করবো। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে এসব শিক্ষা সামগ্রী উপহার দেয়ায় কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।