মো. হাবিবুর রহমান
২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রকৌশল অধিদপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। আলোচনায় অংশ নেয়, কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মো: ইফতেখার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার, আল-আমিন, সার্ভেয়ার সাইফুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মোক্তার হোসেন, কার্য্য সহকারী মাহবুব কাউছার, জয়নাল আবেদীন, সফিকুল ইসলাম, জাফর আলী খান, ইসমাইল হোসেন, হিসাব সহকারী জয়নাল আবেদীন, ঠিকাদার আরিফুল ইসলাম সাহেদ, আবিদ আলী, কামরুল হাসান, রাশেদুল ইসলাম, আবুবকর সবুজ, জহিরুল ইসলাম জুয়েল ও মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহনে ব্যাপক আলোকপাত করা হয়।