আ.লীগ পরিবাকে অর্থ সহায়তা দিলেন ডা.ফেরদৌস খন্দকার
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী প্রচারণাকালে হামলায় নৌকার সমর্থক সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করেছেন নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়ি ইউসুফপুরে তাঁর ছেলে সাইফুল ইসলামের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় ইউসুফপুর ইউনিয়নের নৌকার পরাজিত প্রার্থী মো. কবির হোসেনসহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর ধানিস মার্কেটের সামনে নৌকা প্রার্থী মো. কবির হোসেনের নেতা কর্মীদের সাথে স্বতন্ত্র প্রার্থী মো. মাজাহারুল হক মামুনের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের ধাক্কায় নিচে পরে আওয়ামীলীগের সমর্থক মো. সুরুজ মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যান।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, আওয়ামীলীগের সমর্থক মো. সুরুজ মিয়ার মৃত্যুটি সত্যিই বেদনাদায়ক। আমি তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, তাঁদের খোঁজ খবর নিয়েছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি সব সময়ই এ পরিবারটির প্রতি নজর রাখব। আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
স্থানীয় মো. কবির হোসেন জানান, নিহত সুরুজ মিয়া আওয়ামীলীগ পরিবারের সন্তান। ইউপি নির্বাচনী সহিংসতায় তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কেউ এ পরিবারটিকে সহযোগিতা করেনি। সর্বপ্রথম মানবিক চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারই এ অসহায় পরিবারটির দিকে হাত বাড়িয়েছেন। সুরুজ মিয়ার তিন ছেলে সবাই নিম্ন আয়ের শ্রমজীবি।