বুড়িচং আলী আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন:
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আলী আহাম্মদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত এবং আত্ম মানবতার সেবায় নিয়োজিত জিহান গ্রুপের একটি প্রতিষ্ঠান আলী আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দু:স্থ অসহায় মানুষদের মাঝে গত শুক্রবার সকালে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
আলী আহাম্মদ ফাউন্ডেশনের সভাপতি শাহজাদা আহম্মেদ রনির সার্বিক তত্ত্বাবধানে এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহ ইসরাইল শামীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রোটা. কাজী মো. বোরহান উদ্দীন, মেজর এহসান, মো. ওমর ফারুক চেয়ারম্যান, মো. জসিম উদ্দীন, ডিভিশনার ম্যানেজার মেঘনা গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিস মো. কামরুজ্জামান, এড. আবদুল্লা আল হাসান। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাজল, মো. গনি মিয়া, মনির মেম্বার, বাদশা খান, পারভিন আক্তার, মুজিবুরর রহমান, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, অহিদুর রহমান অকি সাবেক আইয়ুব মেম্বার, মুজিবুর রহমানসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে আলী আহাম্মদ ফাউন্ডেশনের সদ্য প্রয়াত চেয়ারম্যান,রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিহান গ্রুপের চেয়ারম্যান শাহপরান আজাদের মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, এতে ৭০০ পরিবাারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে, বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে কালিকাপুর গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাকিমের ছেলে বিশিষ্ট শিল্পপতি মো. মিজানুর রহমান তার নিজ এলাকায় গরীব অসহায় দু:স্থদের মাঝে কাপড়, ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় মো. মিঠু, বাবুল মিয়া, সফিকুল ইসলাম, দুলাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।