ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ২ মাদক কারবারি গ্রেফতার
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার সিদলাই ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ১ এপ্রিল শুক্রবার সকালে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার সিদলাই ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চারবাড়ী ব্রীজ এর উত্তর পাশে বড়ধুশিয়া টু গোলাবাড়ীয়া পাকা রাস্তার উপর হতে মোঃ হেলাল মিয়া(৫০) ও মোঃ হাসিব প্রকাশ মানিক নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত হেলাল উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং হাসিব নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার লাভরাপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।  তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, " আসামী’দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"