‘দেশের তৃণমূল পর্যায়ে এলজিইডি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করছে’
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) মুরাদনগর কুমিল্লার উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা থেকে ভার্চুয়ালি সারা দেশের এলজিইডির বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ের সাথে যুক্ত হন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। তিনি বলেন, সারাদেশে এলজিইডি তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করে থাকে। এ সকল উন্নয়নে সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এলজিইডি কাজ করে যাচ্ছে।
এলজিইডির কাজের ক্ষেত্রে প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে কাজের অগ্রগতি ও মানের বিষয়ে জবাবদিহি করতে হবে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। এলজিইডি সরকারের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এলজিইডির কোনো কর্মকর্তা, ঠিকাদারের কাজে ত্রুটি দেখলে সাংবাদিকরা সেটাকে ধরিয়ে দেবেন। পাশাপাশি এলজিইডির ভালো কাজগুলো মিডিয়ায় প্রকাশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদারদের মাঝে আরো বেশি স্পৃহা সৃষ্টি হবে।
ভার্চুয়াল সভায় কুমিল্লায় এলজিইডি পল্লী ও নগর অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তব্য উপস্থাপন করেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী। মুরাদনগরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার, আল-আমিন, সার্ভেয়ার সাইফুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মোক্তার হোসেন, কার্য্য সহকারী মাহবুব কাউছার, জয়নাল আবেদীন, সফিকুল ইসলাম, জাফর আলী খান, ইসমাইল হোসেন, হিসাব সহকারী জয়নাল আবেদীন, ঠিকাদার আরিফুল ইসলাম সাহেদ, আবিদ আলী, কামরুল হাসান, রাশেদুল ইসলাম, আবুবকর সবুজ, জহিরুল ইসলাম জুয়েল ও মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ প্রমুখ।
সভায় কাজের ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন দ্রব্য সামগ্রী ও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন ঠিকাদাররা।