ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া দক্ষিণ তেতাভূমি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দঃ তেতাভূমি নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষ সকল মুসল্লিদেকে নিয়ে উদ্বোধন করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ ইব্রাহীম খলিল। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মোতাহের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কমিটির সদস্য ফরিদ উদ্দিন, মজিবুর রহমান, মসজিদের খতিব মাওলানা আবদুর রাজ্জাক, হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ আমির হোসেন, ওয়ার্ড মেম্বার সুমন মিয়াসহ এলাকার সর্বস্তরের মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।