ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে বৃদ্ধা নিবাস উদ্বোধন
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের লামচরী গ্রামে প্রতিষ্ঠিত বেগম রাবেয়া খাতুন বৃদ্ধা নিবাস উদ্বোধন করা হযেছে। শুক্রবার বৃদ্ধা নিবাসটি উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খাঁন খসরু এমপি।
বেগম রাবেয়া খাতুন বৃদ্ধা নিবাসের প্রতিষ্ঠাতা ও আলিফ গ্রুপের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আল-আমিন, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন প্রমুখ।
পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খাঁন খসরু এমপি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিত্রবিনোদনের জন্য বিনোদন সামগ্রী প্রধান করেন।
এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: হাবিবুর রহমান সহ অন্যন্য স্টাফগণ উপস্থিত ছিলেন।