Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM, Update: 02.04.2022 12:11:21 AM
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের ইপিজেডের বিপরীতে নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হলো রোসা সুপার শপের।
শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ শহিদ অতিথি হিসেবে উপস্থিত থেকে রোসা সুপার শপের উদ্বোধন করেন।
এ সময় মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাইয়ুম খান বাবুল, রোসা সুপার শপের পরিচালক আনিসুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রোসা সুপার শপের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন বলেন, সেবার লক্ষ্যে নিয়ে একেবারে নতুন আঙ্গিকে রোসা সুপার শপ আবারো যাত্রা শুরু করলো। আমরা অতীতের চেয়ে আরো বহুগুনে সেবার লক্ষ্যে নতুনভাবে রোসা সুপার শপ উদ্বোধন করলাম। নিত্য প্রয়োজনীয় সকল পন্য সুলভ মূল্য পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্য গুনগুত পন্য সরবরাহ আমাদের অঙ্গিকার।