দেবিদ্বারে ৩৫০পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে ৩৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপালনগর সিংগাপুর মার্কেটে শনিবার সকাল ১০ টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাকারিয়া ম্যানেজার, হাজী আব্দুস সামাদ মাষ্টার, হাজী আবু জাহের ডিলার, ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার কাজী মাও. হুমায়ুন কবির।
সমাজকল্যাণ পরিষদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাছানের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাও. হোসাইন আহমাদ। হোসাইন আহমাদ বলেন, গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদ করোনার সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছিলো। এছাড়াও প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের খেটে খাওয়া গরীব অসহায় মানুষেরা যাতে পবিত্র রমজানে ইফতার করতে পারে সে জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার বলেন, মানুষের বিপদের এ সংগঠন এগিয়ে আসেন। এটাই সকলের আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনটি বেশ ভালো উদ্যোগ নিয়েছে। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো যে যার জায়গা থেকে এ সামাজিক সংগঠনের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ সামাজিক পরিবর্তন এ তরুণদের দ্বারাই সম্ভব। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন সজিব, আবুল কালাম আজাদ (এসআই), আরিফুল ইসলাম, রামিম মুন্সী, সাইফুল ইসলাম টুটন, মাহফুজুর রহমান, মোশাররফ হোসেন সোহাগ, কাউছার আহমেদ, মহিউদ্দিন ভূঁইয়া, যোবায়ের হোসেন লিটন, আব্দুল কাদের সুমন, উজ্জ্বল সরকার, আবির সরকার, সাইদুল ইসলাম রাব্বি, অপি মুন্সী, মাজেদুল ইসলাম জিহান প্রমুখ।