রূপসী বাংলা কলেজে অভিভাবক সমাবেশ
Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM
রূপসী বাংলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পর স্বমসরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং রূপসী বাংলা সমবায় সমিতির লি. সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মো.আব্দুল মোতালেব, শিক্ষক পরিষদের সম্পাদক মো.মোশাররফ হোসাইন, বিজ্ঞান বিভাগ (বি) এর ইনচার্জ মো.আনোয়ার হোসেন,মানবিক বিভাগের ইনচার্জ দিলশাধ আক্তার ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো.মনজিল হোসেন, এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আবু নাছের শিমুল।
কলেজ অডিটোরিয়ামে সকাল ১০ টায় ১ম ধাপে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এবং ২য় ধাপে দুপুর ১২টায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া তাঁর বক্তব্যে অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন, পারিপার্শ্বিক অবস্থার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক আচরণের কোন পরিবর্তন দেখা দিলো কিনা,সে দিকে খেয়াল রাখা এবং শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সীমিত করার ব্যাপারে অভিভাবকদের জোড়ালো আহবান করেন। পাশাপাশি আগামীর দিন গুলোতে আদর্শ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার জন্য ও আহবান করেন। কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের দেওয়া পরামর্শ গুলো বাস্তবায়নের আশ্বাস দেন । অনুষ্ঠান শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলে প্রায় ৯০০ (নয়শত) অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের দুপুরের আপ্যায়ন বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ক্যাপশন: রূপসী বাংলা কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমান, উপাধ্যক্ষ মো.আব্দুল মোতালেব সহ অন্যান্যরা।