বুড়িচংয়ে বিষমুক্ত টমেটো চাষে সাফল্য
Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। উপজেলা কৃষি অফিস বুড়িচং এর সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামে রাসায়নিক কীটনাশক ব্যবহার ছাড়া ১ একর জমিতে টমেটো চাষ করা হয়েছে। কৃষক মো. সিরাজুল ইসলাম হাতে তৈরি জৈব বালাইনাশক যেমন নিম তেল ও মেহগনি বীজের নির্যাস কীটনাশক হিসাবে ব্যবহার করছেন। এতে একদিকে বিষমুক্ত সবজি যেমন পাওয়া যাচ্ছে, অন্যদিকে কীটনাশকের বিপুল পরিমাণের খরচ লাগছে না। কৃষক মো. সিরাজুল ইসলাম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে হাতে বালাইনাশক তৈরির প্রশিক্ষণ পেয়েছি। তাছাড়া ছত্রাকজনিত সমস্যার জন্য উপসহকারি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করি। অপ্রত্যাশিতভাবে অন্যান্য বছরের তুলনায় এবছর জমির পরিস্থিতি ভালো । এবছর টমেটো চাষ করে লাভবান হতে পারবো আশা করি। উপসহকারি কৃষি অফিসার মোছা. সুলতানা ইয়াসমিন জানান, প্রতি বছর টমেটো চাষ করলেও বালাইনাশকের অতিরিক্ত খরচ ও রোগ বালাইয়ের আক্রমণ মিলিয়ে আর্থিকভাবে কৃষক লাভবান হতে পারছিলেন না। এবছর হাতে তৈরি নিম তেল ও মেহগনি বীজ থেকে বানানো জৈব বালাইনাশক দিয়ে পোকামাকড় দমন করতে পেরে কৃষকের কীটনাশকের খরচ বেঁচে গেছে।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় বলেন, কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন ও প্রয়োজনে রাসায়নিক বালাইনাশকের যুক্তিসংগত ব্যবহার বিষয়ে অভ্যস্ত করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতবারপুর ছাড়াও শংকুচাইল, নিমসার, ভারেল্লা ও আবিদপুর গ্রামে কৃষকদের উদ্বুব্ধকরণের মাধ্যমে হাতে তৈরি জৈব বালাইনাশক ব্যবহারের কার্যক্রমটি চলমান রয়েছে। বাণিজ্যিক পর্যায়ে এটি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং। এতবারপুরের টমেটো মাঠটি আমাদের প্রচেষ্টার ছোট একটি সাফল্য হিসাবে দেখছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার বলেন, নিরাপদ সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে এর ভালো মূল্য নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ সবজি চাষের বিকল্প নেই। ভোক্তারা নিরাপদ সবজির ব্যাপারে আগ্রহী হলে কৃষক পর্যায়ে কার্যক্রমটি আরো বেগবান হবে।