Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM, Update: 03.04.2022 12:09:34 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
কুমিল্লার
চৌদ্দগ্রামে তাহমিনা আক্তার পিনু নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা
পুলিশ।গৃহবধুর পিতার দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর
শ্বশুর পক্ষের লোকজনের দাবি, পিনু আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার
কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মারা
যাওয়া পিনুর স্বামী ইফতেখারুল আলম মজুমদার রাসেলকে আটক করেছে। এ ঘটনায়
গৃহবধুর পিতা মোঃ ইউনুস আত্মহত্যার প্ররোচণার অভিযোগে চৌদ্দগ্রাম থানায়
একটি মামলা দায়ের করেন।
তাহমিনা আক্তার পিনুর পিতা মোঃ ইউনুস বলেন, তিন
বছর আগে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মো: ইউনুসের মেয়ে তাহমিনার
(২৯) সাথে পাশ^বর্তী কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ওয়ালী উল্লাহর ছেলে
ইফতেখারুল মজুমদার রাসেল (৩৫) এর সাথে ৫ লাখ টাকা দেনমোহরে সামাজিকভাবে
বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় রাসেল যৌতুকের জন্য পিনুকে শারীরিক ও
মানসিক নির্যাতন করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে রাসেলকে ২৭
লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছি। আরও টাকার জন্য রাসেল ও পরিবারের লোকজন পিনুকে
নির্যাতন অব্যাহত রাখতো। শুক্রবার রাতে রাসেল মোবাইলে জানায়, তার বাড়িতে
সমস্যা হয়েছে দ্রুত যাওয়ার কথা বলেই লাইন কেটে দেয়। আমি গিয়ে দেখি বেড রুমে
পিনুর লাশ পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে পিনু আত্মহত্যা করেছে বলে
রাসেল আমাকে জানায়। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে
হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। পরে আমি পুলিশকে খবর দিলে তারা
গিয়ে পিনুর লাশ নিয়ে আসে। আয়ান নামে পিনুর ১০ মাসের একটি ছেলে রয়েছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, এর আগেও রাসেল জান্নাত নামের এক মেয়েকে বিয়ে করে। ওই
সংসারেও ছয় বছরের একটি সন্তান রয়েছে। রাসেলের নির্যাতন সহ্য করতে না পেরে
সন্তান রেখেই জান্নাত রাসেলকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। সম্প্রতি
আগের স্ত্রী জান্নাতের সাথে রাসেল আবারও যোগাযোগ করতে থাকে। এ নিয়ে পিনুর
সাথে রাসেলের প্রায় সময় ঝগড়া বিবাদ হয়।
অনুসন্ধানে জানা গেছে, রাসেল
বিগত ২০১৭ সালে ফেনী জেলার দাগনভূঁঞা এলাকার জান্নাতুল ফেরদাউসকে বিয়ে করে।
বিয়ের কয়েক বছর পর স্বামী কর্তৃক যৌতুকের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাফাত
জাবের মজুমদার নামে এক পুত্র সন্তান রেখে জান্নাত তার স্বামীর সংসার ছেড়ে
চলে যান। বর্তমানে রাফাতের বয়স ছয় বছর। পরে ২০১৯ সালের অক্টোবরে তাহমিনা
আক্তার পিনুকে বিয়ে করে।
পিনুর ভাই আবু সালমান রাফি জানান, তার বোন
পিনুকে রাসেল পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে নাটক সাজিয়েছে। আমার
বোনের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। যৌতুকের জন্য এবং
সাবেক স্ত্রী জান্নাতের প্ররোচনায় পিনুকে হত্যা করা হয়েছে।
রাসেলের
খালা পিংকি বেগম শনিবার সংবাদমাধ্যমকে জানান, রাসেল দুপুর বেলায় স্ত্রী
পিনুর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় রাসেল বাড়ি ফিরে দেখে
তার রুমের দরজা বন্ধ। রুম থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে পিনু
সিলিং পাখার সাথে ঝুলে আছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন
চাকমা বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় পিনু আত্মহত্যা করেছে। শারীরিক ও
মানসিক নির্যাতনের কারণেই সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্ররোচনার
অভিযোগে স্বামীর বিরুদ্ধে মেয়ের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
স্বামী রাসেলকে গ্রেফতার করা হয়েছে’।