Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM, Update: 03.04.2022 12:10:09 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মনপাড়া থানা পুলিশ, ডিবি,মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর,হাইওয়ে
পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত মার্চ মাসে মদ,
গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভূক্ত পলাতক
আসামী, সাজা পরোয়ানা আসামীসহ ৭৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণপাড়া
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, ১ মার্চ থেকে ৩১
মার্চ পযর্ন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯৪ কেজি গাঁজা, ২৯শ
পিস ইয়াবা,১ শত ৬ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিদেশী মদ, ৮ বোতল স্ক্যাফ সিরাপসহ
২৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। একই মাসে
অভিযান চালিয়ে ডিবি পুলিশ ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান
থেকে ২ টি মামলায় ৩ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ কেজি গাঁজাসহ এক
জনকে গ্রেফতার করে। এছাড়াও ব্রাহ্মণপাড়া থানাপুলিশ নিয়মিত মামলায় ৩ জনকে
গ্রেফতার করে। এছাড়া জি আর পরোয়ানাভুক্ত ২৩ জন, সি আর ওয়ারেন্টভূক্ত ১৪ জন,
সাজা পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৭৬ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে
প্রেরণ করে।