ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন পিটার হাস
Published : Sunday, 3 April, 2022 at 7:13 PM
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন পিটার হাস১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রোববার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

মার্কিন দূতাবাস জানায়, পিটার হাস মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেন। এ সময় তিনি জাদুঘরে রাখা পরিদর্শন বইতে সই করেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের পুনর্ব্যক্ত করেন।

এর আগে, ১ মার্চ বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় এসে পৌঁছান। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হন। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূত দ্রুত পরিচয়পত্র পেশ করেন। পিটার হাস একজন বাণিজ্য ও অর্থনীতি বিশেষজ্ঞ।

তারও আগে, তার আগমন উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা করে মার্কিন দূতাবাস।

পিটার হাস মার্কিন পররাষ্ট্র দফতরে বাণিজ্যনীতি ও দর-কষাকষির বিষয়ে একজন উপদেষ্টা ছিলেন। এছাড়া প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে মার্কিন প্রতিনিধি ছিলেন। তিনি ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিএ ডিগ্রি লাভ করেন। ফরেন সার্ভিসে তিনি অনেকগুলো পুরস্কার লাভ করেন।