এসএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
২০২২
সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা
বোর্ড। সোমবার (৪ এপ্রিল) কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক
(মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে
বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে
হবে। প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে বঋঋ এ ক্লিক
করে ঊওওঘ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকায় যেতে হবে এবং প্রিন্ট
করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ
করতে হবে।
ওই হার্ডকপির সম্ভাব্য তালিকায় টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য
মিলিয়ে কম্পিউটারে দেখানো তালিকা থেকে সিলেক্ট করতে হবে। সাময়িক লিস্ট
প্রিন্ট করে ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে সিলেক্ট বা আনসিলেক্ট
করা যাবে।
পে স্লিপ প্রিন্ট করে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) পে স্লিপে উল্লিখিত পরিমাণ টাকা জমা দিতে হবে।
সার্টিফিকেট
পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়গুলোতে অংশ নিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান
প্রধানের বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।