ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় ফের মৃত্যুশূন্য দেশ, কমলো শনাক্ত
Published : Tuesday, 5 April, 2022 at 7:47 PM
করোনায় ফের মৃত্যুশূন্য দেশ, কমলো শনাক্তদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৩ জনে। 
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ঐ সময়ে সারাদেশে ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। তখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ১২৩ জনে। ঐ সময়ে করোনা থেকে সুস্থ হন ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।