কুমিল্লা জেলায়
বালক ও বালিকা (অনুর্দ্ধ-১৪) মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণের উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের
বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে গতকাল (০৫ এপ্রিল) মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণের উদ্বোধন
অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০
জন বালক-বালিকা অংশগ্রহণ করছে।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন
কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালক
ও বালিকা (অনুর্দ্ধ-১৪) মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের শুভ
উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও কুমিল্লা জেলা
ক্রীড়া সংস্থার সহ সভাপতি আরফানুল হক রিফাত।
এছাড়া অনুুষ্ঠানে বিশেষ
অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নাজমুল আহসান ফারুক
রোমেন, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক ও বাংলাদেশ জাতীয় টেবিল
টেনিস দলের সাবেক খেলোয়াড় গৌতম কুমার দাস ও প্রত্নতত্ত্ব অধিদদপ্তরের
আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার
যুগ্মসম্পাদক বাদল খন্দকারসহ বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষকমন্ডলী,
ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। ।
প্রধান
অতিথি বলেন, মাদকমুক্ত সুস্থ-সবল জাতি গঠনে এ ধরণের ক্রীড়া চর্চা অব্যহত
রাখতে হবে। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে খেলাধুলা অব্যহত রাখার
কথা বলেন।
জেলা ক্রীড়া অফিসার জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার,
ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করার জন্য আজকের এ
আয়োজন। এ প্রশিক্ষণ শেষে বালক-বালিকারা বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা, বিকেএসপি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা,আন্ত:স্কুল
মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতাসহ ক্রীড়া পরিদপ্তর টেবিল টেনিস প্রতিযোগিতায়
অংশগ্রহণের সুযোগ পাবে।