Published : Wednesday, 6 April, 2022 at 12:00 AM, Update: 06.04.2022 12:36:37 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার
করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা-সেমাই তৈরি করায় এক সেমাই কারখানাকে ৫০
হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে
সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা শুভাশিস ঘোষ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ইন্সপেক্টর শহিদুল
ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, নামিদামি
কোম্পানির মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানার ছাদ ও উঠানসহ
সর্বত্র শুকানো হচ্ছে সেমাই। যা পরে কুমিল্লার বিভিন্ন বাজারে সাপ্লাই করা
হয়।এছাড়াও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুক্তাসেমাই কারখানা
নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদন
না নিয়ে বিএসটিআই এর লোগো ব্যবহার করে ক্রেতা বিশ্বাসযোগ্য করার জন্য ভূয়া
বার কোড ব্যবহার করা তিনশ' কেজি মোড়ক জব্দ করা হয়।
তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় অসাধু ব্যবসায়ীদের বলে দিতে চাই যেকোন অনিয়মের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।