২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতালগুলোর তালিকায় স্থান পেয়েছে কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএম। খ্যাতনামা সংবাদমাধ্যম নিউজউইকের বিচারে সেরার তকমা পেয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজ উইক ও স্ট্যাটিসিয়ার বিচারে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের মতো দেশগুলোর হাসপাতালের পাশে দাঁড়িয়েও এমন তকমা পেয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতাল।
বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজউইক এই সমীক্ষা চালিয়েছিল। এতে দেখা গেছে, চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির বিচারে শ্রেষ্ঠত্ব এসে ধরা দিয়েছে কলকাতার এই হাসপাতালে। মূলত বিচার করা হয়েছে রোগীদের চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা ইত্যাদি। এগুলোর বিচারেই বিশ্বসেরার তালিকায় ঠাঁই পেয়েছে এসএসকেএম।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি এই ঐতিহ্যবাহী হাসপাতাল কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা চলে। ইতিহাসেও এই হাসপাতালের পালকে একের পর এক পালক যুক্ত হয়েছে বার বার। ১৭৭০ সালের আশেপাশে তৎকালীন সরকারের অধিগ্রহণ করা জমিতে হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়। তারপর থেকেই সাধারণ মানুষের চিকিৎসার কাজে উৎসর্গীকৃত এই হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শুধু চিকিৎসার জন্য নয়, চিকিৎসাবিদ্যা পঠন-পাঠন, গবেষণা, জটিল অস্ত্রোপচার, সবকিছুতেই আলোচনার শীর্ষে এই হাসপাতাল।