চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে ‘পরের মাঠের’ কাজটা ঠিক মতোই করে রাখলো লিভারপুল। লিসবনে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে রাখলো ৩-১ গোলে। অ্যানফিল্ডে যাওয়ার আগে স্বাভাবিকভাবেই অ্যাওয়ে ম্যাচে দুই গোলের অগ্রগামিতা তাদের জন্য বাড়তি সুবিধার। কিন্তু সেমির পথে এক পা দিয়ে রাখার পরেও লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করছেন কাজটা এখনও শেষ হয়নি। তাই কল্পরাজ্যে বিচরণ করছে না তার দল!
বেনফিকার মাঠে ১৭ মিনিটে হেড করে শুরুর গোলটি করেছেন কোনাতে। ৩৪ মিনিটে সাদিও মানের যান্ত্রব ফিনিশে প্রথমার্ধটা রেডদের আধিপত্যই নিশ্চিত করেছিল। তবে বিরতির পর ৪৯ মিনিটে ম্যাচে ফেরার আভাস দেয় স্বাগতিকরা। গোল করেন স্ট্রাইকার ডারউইন নুনেজ। কিন্তু ৮৭ মিনিটে লুইস ডিয়াজ গোল করলে ম্যাচে এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় লিভারপুলের। অবশ্য এই স্কোরলাইন আরও বাড়ার সুযোগ ছিল। তাদের ব্যবধান বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা ছিলেন বেনফিকা গোলকিপার ওডিসিয়াস ভ্লাচোদিমোস। এখন অ্যাওয়ে ম্যাচে ২ গোলের লিড থাকার পরেও সতর্ক লিভারপুল কোচের প্রতিক্রিয়া, ‘আমরা শেষ মুহূর্তেও গোল পেতাম। আরেকটা হলে ভালো হতো কিন্তু আমরা এখন কোনও কল্পরাজ্যে বিচরণ করছি না।’
অবশ্য লিভারপুল কোচের এমন সতর্ক থাকার কারণ বেনফিকার শেষ ষোলোর নৈপুণ্য। প্রথম লেগে ২-২ সমতায় থাকার পরেও তারা আয়াক্সের মাঠে জিতেছিল ১-০ তে। তাই ক্লপ ভালো করেই জানেন বেনফিকার সামর্থ্য, ‘এখন তো বলতে পারেন মাত্র প্রথমার্ধ শেষ হলো। আমরা প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক। ওরা কিন্তু এর পরেও আমাদের পেছনে লেগে থাকবে। আয়াক্সে ওরা জিতেছিল। গ্রুপ পর্বে ওরা সব ফলাফল নিজেদের পক্ষে এনে ছেড়েছিল। তাই ওদের মান নিয়ে আমরা খুব সচেতন।’