ইরানের মাশাদ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিয়া সম্প্রদায়ের এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় এক হামলাকারীকে গ্রেফতার করেছেন পুলিশ।
মঙ্গলবার মাশাদ শহরে দেশটির সবচেয়ে বড় শিয়া মুসলিম মসজিদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন থেকে জানা যায়, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তিন ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে এক হামলাকারী। হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মাজার প্রাঙ্গণে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই ব্যক্তি। আর হামলাকারীকে গ্রেফতার করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আসলানি। তবে আহতদের পরিচয় ও সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
মাজারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির বরাত দিয়ে দেশটির টেলিভিশনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া হামলাকারীর পরিচয় এখনো তদন্ত করা হচ্ছে।
এর আগে ৩ এপ্রিল ইরানের গনবাদ-ই-কাভুস শহরে একটি মসজিদে হামলায় সুন্নি সম্প্রদায়ের দুই ইমাম নিহত হন।