"সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ও র্যালিতে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম আলী জিন্নাহ, দেবিদ্বার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রবিউল হাসান, মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল দাস, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও খেলোয়াড় বৃন্দ।
উল্লেখ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রস্তাবে ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ প্রতিবছর ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে, যার মূল প্রতিপাদ্য উন্নয়ন ও শান্তির জন্য ক্রীড়া। ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল ৬ এপ্রিল। সে জন্যই আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে দিনটিকে বেছে নেওয়া। ২০১৭ সাল থেকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি আজকের দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করে আসছে।