Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM, Update: 09.04.2022 12:49:27 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তর পাড়া এলাকায় প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ি থেকে লাশ নিয়ে বের হতে ভোগান্তিতে পড়ে লাশের স্বজনরা। জানা গেছে রাস্তা বন্ধ করায় প্রায় অর্ধশতাধিক পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরুদ্ধ পরিবারের সদস্য আলী আশ্রাফের স্ত্রী শিল্পী আক্তার মারা গেলে তার লাশ নিয়ে দাফন কাফনের জন্য উপযুক্ত রাস্তা না থাকায় বাড়ি হতে বের হতে ভোগান্তিতে পরে পরিবারের লোকজন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, একই এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়া, মোস্তফা কামাল, খায়ের মিয়া, হারুন মিয়া গংরা জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে চলাচলের রাস্তার মধ্যে একটি ঘর নির্মাণ করে। যার ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে ঐ এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের রাস্তার অভাবে বিভিন্ন উপায়ে চলাচল করে আসছে।
এব্যাপারে একই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে রবিউল, রঙ্গু মিয়ার ছেলে রুহুল আমিন, মোহন মিয়ার ছেলে জামসেদ মিয়া জানান, আমাদের এলাকার জাহাঙ্গীর আলম নামে এক লোক সাধারণ মানুষের চলাচলের রাস্তার মধ্যে ঘর তুলে রাস্তাটি বন্ধ করে দেয়। এবং এ রাস্তা দিয়ে চলাচল করতে গেলে গালমন্দ করে।
এ বিষয়টি নিয়ে পূর্বে স্থানীয়ভাবে কয়েকদফা সালিশ বৈঠক করেও জাহাঙ্গীর আলমকে রাস্তা অবমুক্ত করার বিষয়ে সম্মত করা যায়নি।
এব্যাপারে রাস্তায় ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জাহাঙ্গীর আলম জানান, এটা আমার ব্যক্তিগত জায়গা। তাই আমি ঘর নির্মাণ করেছি। অন্যদিকে তাদের চলাচলের রাস্তা রয়েছে, সেই রাস্তা তারা ব্যবহার করছে না।