ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
কুমিল্লা জেলা ক্রিকেট দল ভেন্যু চ্যাম্পিয়ন
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM, Update: 09.04.2022 1:09:03 AM
 কুমিল্লা জেলা ক্রিকেট দল ভেন্যু চ্যাম্পিয়ননিজস্ব প্রতিবেদক: ৪০ তম আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপে কুমিল্লা জেলা ক্রিকেট দল ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে ঠাকুরগাঁও জেলা দলকে ৩০ রানে হারিয়েছে কুমিল্লা ক্রিকেট জেলা দল। টসে জিতে ঠাকুরগাও জেলা দল প্রথমে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে কুমিল্লা সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করে। কুমিল্লা জেলা দলের ইরফান তাকরির সর্বোচ্চ ৫৯ রান ও আবু বকর ২৫ রান করেছেন। এছাড়া তানভির হাসান ১৩ এবং আশরাফুল ইসলাম রোহান অপরাজিত ১০ রান করেন।  জবাবে ঠাকুরগাও জেলা দল ১০৮ রানে গুটিয়ে যায়। দলের মুশফিকুল ইসলাম সর্বোচ্চ ১৯ রান করেন। কুমিল্লার স্বপন দে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট এবং সফিকুল ইসলাম ২২ রানে ২ উইকেট নিয়েছেন। ।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি কুমিল্লা জেলা ক্রিকেট দলের এ সাফল্যে কোচ সহকারী কোচসহ সকল কর্মকর্তা এবং খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশে ৪ টা ভেন্যুতে ৪০ তম আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা হচ্ছে, কুমিল্লা জেলা দল গোপালগঞ্জ ভেন্যুর চ্যাম্পিয়ন হলো।