রুশ গ্যাস আমদানি নিয়ে অবশেষে মুখ খুলেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, তার দেশ রাশিয়ান জ্বালানি থেকে বেরিয়ে আসতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার ডাউনিং স্ট্রিটের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মাঝামাঝি থেকেই যেন রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করে জার্মানি, এমন দাবি তুলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত হতে পারেননি জার্মান চ্যান্সেলর। তবে গ্রীষ্মের মধ্যেই রাশিয়ান কয়লা এবং বছরের শেষ নাগাদ রাশিয়ান তেল ব্যবহার বন্ধের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি।
ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটিকে মার্ডার ট্যাংক সরবরাহ করছে না জার্মানি। বার্লিনের এমন আচরণে ক্ষুব্ধ কিয়েভ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়েও কথা বলেন ওলাফ শলৎস। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে ১০০টি মার্টেন ট্যাংক সরবরাহ করবে না। কিয়েভকে কেবল ‘ব্যবহারিক ও দরকারী’ অস্ত্র সরবরাহ করা হবে।