জয়ের জন্য শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম ৪ বলে ৭ রান তুলতে পারে তারা। ফলে শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। ওডেন স্মিথের করা শেষ দু’টি বলে জোড়া ছক্কা হাঁকিয়ে এমন পরিস্থিতি থেকে গুজরাটকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছেন রাহুল তেওয়াটিয়া। মাত্র ৩ বলে ২টি ছক্কার সাহায্যে ১৩ রান করে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। অন্যপ্রান্তে এ সময় ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার।
এদিন মুম্বাইয়ে আগে ব্যাট করে লিয়াম লিভিংস্টোনের মাত্র ২৭ বলে ৬৪ রানের উপর ভর করে ৯ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব কিংস। গুজরাটের রশিদ খান ২২ রান দিয়ে নেন ৩ উইকেট।
১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের ৫৯ বলে ৯৬ রান ও শেষ ওভারে রাহুল তেওয়াটিয়ার অবিশ্বাস্য ফিনিশিংয়ে ৪ উইকেট হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শুভমান গিল।
৬ উইকেটের এই দারুণ জয়ে তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নবাগত গুজরাট টাইটান্স। অন্যদিকে এবারের আসরের প্রথম তিন ম্যাচে ২টি জয় তুলে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে পরের দুই ম্যাচ হারের কারণে টেবিলের ছয়ে চলে গেছে দলটি।