ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অভিষেকেই নজর কাড়লেন নলকান্ডে
Published : Saturday, 9 April, 2022 at 1:22 PM
অভিষেকেই নজর কাড়লেন নলকান্ডেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শুক্রবার দর্শন নলকান্ডের অভিষেক হয়েছে। নিজের প্রথম ম্যাচেই তৃতীয় ওভারে বোলিং করতে এসে পর পর দুই বলে দু’টি উইকেট তুলে নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। অল্পের জন্য পাননি হ্যাটট্রিকের স্বাদ।
হ্যাটট্রিক করতে না পারলেও তরুণ এই ফাস্ট বোলারের প্রতিভা ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়ে নিয়েছে। গতকাল হ্যাটট্রিক হাতছাড়া হলেও ঘরোয়া ক্রিকেটে নলকান্ডের ডাবল হ্যাটট্রিকের রেকর্ড আছে। গত বছরের শেষ দিকে লাসিথ মালিঙ্গার মতোই পর পর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে চার বলে চার উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন নলকান্ডে। তিনি ছাড়া এই কৃতিত্ব কেবল রয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার অভিমন্যু মিঠুনের।

মহারাষ্ট্রে জন্ম হলেও নলকান্ডে খেলেন বিদর্ভের হয়েই। ২০১৯-এর ফেব্রুয়ারিতে বিদর্ভের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে টি-২০তে তার অভিষেক হয়। সেখানেও তার বোলিং সবার নজর কেড়ে নেয়।

রাজ্য দলের হয়ে এখন পর্যন্ত ২২টি টি-২০ ম্যাচ খেলেছেন নলকান্ডে, নিয়েছেন ৪৩টি উইকেট। ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে ঈর্ষণীয় অবশ্যই। পাশাপাশি রান খরচ করার ক্ষেত্রেও যথেষ্ট কৃপণ তিনি। যদিও আইপিএলের অভিষেকে ওভার প্রতি ১২ রানেরও বেশি খেয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন নলকান্ডে। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ১৭টি ম্যাচ। এবার তাকে ২০ লাখ টাকায় কিনেছে গুজরাট। কিন্তু আইপিএলে তার আগমন এবারই প্রথম নয়।

২০১৯ সালের নিলামে নলকান্ডেকে ৩০ লাখ টাকায় কিনেছিল পাঞ্জাব। তিন বছর দলে থাকলেও একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি। এবারের নিলামে তাকে ২০ লাখ টাকায় কেনে গুজরাট। ঘটনাচক্রে সেই পাঞ্জাবের বিপক্ষেই তার অভিষেক হল। আর তাদের বিরুদ্ধেই দুর্দান্ত পারফর্ম করে যেন জবাব দিলেন নলকান্ডে।