ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পার্লামেন্টে হস্তক্ষেপের অধিকার নেই সুপ্রিম কোর্টের: পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী
Published : Saturday, 9 April, 2022 at 6:34 PM
পার্লামেন্টে হস্তক্ষেপের অধিকার নেই সুপ্রিম কোর্টের: পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীপাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসাদ ওমর তীব্র সমালোচনা করে বলেন, পার্লামেন্টের বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই সুপ্রিম কোর্টের। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রধানমন্ত্রী ইমরানের এই ঘনিষ্ঠ সহযোগী ওমর শনিবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বলেন, ‘সুপ্রিম কোর্টের পদক্ষেপ সংসদের আধিপত্যে হস্তক্ষেপ। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু আমরা আমাদের সংসদীয় অধিকার ছেড়ে দিতে প্রস্তত নই।

প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ নির্ধারণে শনিবার সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। পরে স্পিকার আসাদ কায়সার জোহরের নামাজের বিরতিতে মুলতবি ঘোষণা করলে দুপুর আড়াইটার দিকে আবারও শুরু হয়েছে অধিবেশন। আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করেন আমজাদ খান নিয়াজী। এদিন পার্লামেন্টে ক্ষমতাসীন পিটিআই দলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ আনে বিরোধী দলগুলো।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইফতারের পর প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে ভোট হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির বরাতে জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর বলেন, পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টার পরই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।