জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বাদ জোহর নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের রামপুরে নিজ গ্রামের বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
দাফনে খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। তবে সাকিব বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। গত ০১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। আলায়নার স্কুল খুলে যাওয়ার কারণেই মূলত সেখানে তাকে যেতে হয়েছে।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন সাকিবের শাশুড়ি নার্গিস বেগম। সবশেষ শুক্রবার (৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।