ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বাবর
Published : Saturday, 9 April, 2022 at 7:56 PM
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বাবরশচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটারকেও ছাড়িয়ে গেলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা পজিশনে আছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় চলে আসেন বাবর আজম। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি করে আইসিসির সর্বকালের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষ ব্যাটসম্যানও বাবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই হেসেছে বাবরের ব্যাট। মোট ৩৯০ রান করেন, এর মধ্যে ১৯৬ রানের অসাধারণ একটি ইনিংসও আছে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ২৭৬ রান করার পথে হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। এর মধ্য দিয়ে আইসিসি সর্বকালের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠে এলেন বাবর। ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষ ব্যাটসম্যান বাবর।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও শতকের রেকর্ডধারী টেন্ডুলকার ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তম। ওয়ানডে ক্রিকেটে রান ও শতক সংখ্যায় টেন্ডুলকারের ওপরে কেউ নেই।

সর্বকালের সেরার এই ওডিআই র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট পাওয়া ব্যাটসম্যান আছেন ১২ জন। ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। 

এ সময়ের ব্যাটসম্যানদের মধ্যে ৯ শতাধিক বেশি রেটিং পয়েন্ট আছে শুধু ভারতের বিরাট কোহলির। ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার ছয় নম্বরে।