Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:52:21 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা থানা পুলিশের উদ্যেগে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন পরিবারের জন?্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের উদ্যোগে সারা দেশে চার শতাধিক গৃহহীনকে বাসস্থানের জন্য পাকা ভবন নির্মাণ করা হয়। সারা দেশের ন্যায় চান্দিনা থানা পুলিশের উদ্যোগে নির্মিত ওই ভবন ভার্চুয়ালি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনূষ্ঠানে আরও বক্তৃতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহা-ব্যবস্থাপক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রমুখ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয় চান্দিনা থানা পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা থানা সভা কক্ষে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাহাবুউদ্দীন খাঁন, সাংবাদিক রিপন আহমেদ ভূইয়া, কাজী রাসেদ, রণবীর ঘোষ কিংকর, জাকির হোসেন, উপ-পরিদর্শক (এস আই) মো. আমিনুর রহমান, (এসআই) মো.রাকিব হাসান, পুলিশ সদস্য, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী।
উল্লেখ্য, চান্দিনা উপজেলা জোয়াগ ইউনিয়নের ওরাইন গ্রামের গৃহহীন শাহানারা বেগম( ৪৫)কে নির্মিত গৃহ হস্তান্তর করা হয়। শাহানারা স্বামী মারা যাওয়ার পরে ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছিল। তার, জমি, ঘর কিছুই ছিল না।