স্টাফ রিপোর্টার।। রবিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের প্রস্তাবিত বাজেট মিটিং অনুষ্ঠিত হয়।
এতে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি এড. মোঃ আহসান উল্লাহ খন্দকার এর সভাপতিত্বে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ অর্থ বছরে ৪০,৭৩,৯২,১১৭.৭৩ টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ আবু তাহের ।
ওই সভায় উপস্থিত সকলের কন্ঠভোটে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ অর্থ বছরে ৪০,৭৩,৯২,১১৭.৭৩ টাকার বাজেট অনুমোদিত হয়।
এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন- কুমিল্লা জেলা পিপি এড. মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট ইউনুছ ভূঁইয়া, সদস্য সচিব এড. মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম-২, সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মান্নান মজুমদার ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শাহজাহান সিরাজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির ট্রেজারার এড. মোঃ আমির হোসেন খাঁন, আইটি সম্পাদক এড. মোঃ এএমএম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি এড. মোঃ শাহাবউদ্দিন, নির্বাহী সদস্য এড. আব্দুল হান্নান লিটন, এড. ফাহমিদা রহমান সুপ্তি ও এড. মোঃ ওমর খালেদ । এ ছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক স্পেশাল পিপি এড. মহিউদ্দিন আহমেদ আলম, এড. জালাল উদ্দিন টিপু, এড. জাফর আহমেদ ভূঁইয়া, এড. খন্দকার মারুফ, এড. ফরিদ আহমেদ মজুমদার, এড. আরীয়া মেহের ইমাম, এড. দিদারুল হক চৌধুরী, এড. আতিকুর রহমান আব্বাসী, এড. আমিনুর রহমান আব্বাসী (ফরিদ), এড. ফারহানা ফেরদৌসি, এড. নুরুদ্দিন মিয়াজী বুলবুল, এড. রফিকুল ইসলাম হিরা, এড. মাসুদ ইকবাল মজুমদার, এড. জয়দেব সাহা, এড. এএসএম রফিকুল ইসলাম, এড. মহসীন ভূঁইয়া, এড. তাপস চন্দ্র সরকার ও এড. আশফাক উদ্দিন (ঝোটন) প্রমুখ।