কুমিল্লায় ১ হাজার ৭ শ’ভারতীয় শাড়ি জব্দ
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
মো: মিজানুর রহমান ||
ককুমিল্লা
সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ২০ বস্তা ভারতীয় শাড়ি কাপড়
জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার নলকুড়ি এলাকায় অভিযান
চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান। রবিবার (১০ এপ্রিল) অভিযানের বিষয়টি
গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। পিকআপে থাকা ২০টি বস্তায় মোট ১ হাজার ৭০১টি
শাড়ি রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (৯
এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর দক্ষিণ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী ও সদর
দক্ষিণ মডেল থানা পুলিশের সহযোগীতায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ
ইউনিয়নের কালীর বাজারের নলকুড়ি গ্রামে ১টি পিকআপ ও ২০ বস্তা ভারতীয় শাড়ির
উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মোবাইল কোর্টের উপস্থিতি
টের পেয়ে পিকআপ চালক ও চোরাচালানিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে
মামলা দায়ের করা হয়েছে।