ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা -
মার্চে কুমিল্লায় ৩ খুন
নারী ও শিশু নির্যাতন ৪১টি
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:47:38 AM
মার্চে কুমিল্লায় ৩ খুনতানভীর দিপু:
কুমিল্লা জেলায় গত মার্চ মাসে খুন হয়েছে তিনটি। গত মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪১টি, এর মধ্যে ৭টি ধর্ষনের ঘটনা। তুলনামূলক ভাবে ফেব্রুয়ারি মাসের তুলনায় কুমিল্লা জেলায় খুনের সংখ্যা কমেছে কিন্তু নারী শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খুনের সংখ্যা ছিলো ১১ টি এবং নারী ও শিশু নির্যাতনে সংখ্যা ছিলো ১৭টি। রবিবার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিউলি রহমান তিন্নির পরিচালনায়  সভায় আরো উপস্থিত ছিলেন জেল সুপার মো. শাহজাহান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি কুমার চাকমা, জেল সুপার শাহজাহান আহমেদ, র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, বিজিবি-১০ এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, হাইওয়ের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলামসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা। মার্চ মাসে জেলায় মোট ৪৬৩ টি মামলা হয়েছে তার মধ্যে ২৭৫টি মামলা মাদক দ্রব্য সংক্রান্ত। এমাসে ২টি পিস্তল, একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ এবং অন্যান্য ৮টিসহ ২৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গেল এক মাসে ১২৭টি ভ্রাম্যমান আদালতে ২৫৮টি মামলা দায়ের করা হয়। এসময় ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।  এর আগের মাস ফেব্রুয়ারিতে  ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছিলো ১৮২টি। মামলা ছিলো ৪১৫টি ও জরিমানা ৪৬ লাখ ১০ হাজার ৫৫০ টাকা।
মাদকবদ্রব্য ও চোরাচালান বিরোধী ও টাস্কফোস অভিযান ছিলো গেল এক মাসে জেলা টাস্কফোর্সের ১৮টি অভিযানে আট মামলায় আটজন গ্রেপ্তার ও ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ। জেলা পুলিশের তিন হাজার ২২৬ অভিযানে ২১১ মামলায় ২৪৮জন গ্রেপ্তার ও দু কোটি ৪৩ লাখ ৩২ হাজার ১০০ টাকার মালামাল জব্দ।বিজিবির এক হাজার ৭৬৫ অভিযানে ২২৯ মামলা। জব্দ করা হয় চার কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকার মালামাল। র‌্যাব-১১ গেল এক মাসে ৪৫ অভিযানে ৪৫ মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করে। এসময় দু কোটি ৩৩ লাখ ৫২ হাজার ১২০ টাকা মূল্যের মালামাল জব্দ করে। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের অভিযান রয়েছে। এদিকে গেল এক মাসে জেলায় একটি ডাকাতি, তিনটি খুন, ১৪টি চুরি, নয়টি অস্ত্র মামলা ১২টি চোরাচালান ২৭৫টি মাদকদ্রব্য মামলাসহ ৪৬৩টি অপরাধ সংগঠিত হয়েছে।
সম্প্রতি কুমিল্লা নগরীতে অনিয়ন্ত্রিত যানজট প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, যানজট নিয়ন্ত্রনে আনতে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। তবে রমজানে রাস্তার উপরে থাকা হকার ও ফুটপাতে অবৈধ ভাবে অবস্থান নেয়া ক্ষুদ্র ব্যবসায়িদের মানবিক কারনেই এখনি উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। তবে যানজট নিরসনে ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল সংরক্ষিত করা যায় কি না সে ব্যাপারে আলোচনা ও পদক্ষেপ নেয়া হবে।