Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:48:17 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, আগামী
জুন মাসে কুমিল্লায় রোবটিক্স এবং প্রোগ্রামিং অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
অলিম্পিয়াডে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হবে- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
আবদুল জব্বার, বিখ্যাত বিজ্ঞান লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং মুনীর
আজাদসহ অন্যান্যরা। আর এই উদ্দেশ্যেই কুমিল্লায় ধারাবাহিক ভাবে রোবটিক্স
প্রোগ্রামিং এবং বিজ্ঞান বিষয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ শিল্প
বিপ্লবকে সামনে রেখে কুমিল্লার শিক্ষার্থী যেন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে
পারে এই লক্ষ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রোববার সকালে কুমিল্লা জিলা স্কুলের ওয়ার্কশপ রুমে আয়োজিত এক
রোবোটিক্স প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক কর্মশালায় অতিথির বক্তব্যে এসব কথা
বলেন। জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ও মেঘনা
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মোহাম্মদ রতন শিকদার। এই সময় অতিরিক্ত
জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি নাজমা আশরাফী এবং সহকারি কমিশনার (আই সি
টি) কানিজ ফাতেমা, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রোবোটিক্স প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক
কর্মশালায় কুমিল্লার ১৬ টি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ
নিয়েছে। এদের মধ্যে বাছাইকৃতরা আগামী জুন মাসে কুমিল্লায় অনুষ্ঠিত
বঙ্গবন্ধু রোবেটিং প্রোগ্রামিং অলিম্পিয়াডে অংশ নেবে। বাংলাদেশ ওপেনসোর্স
নেট ওয়ার্কে ৭ জন রিসোর্স পার্সন কর্মশালায় প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন।